রানাঘাট পুরঅঞ্চলে কালীপুজো নিয়ে রানাঘাট মহকুমা প্রশাসনের ডাকে আয়োজিত হলো এক জরুরী সভা।

0
304

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরঅঞ্চলে কালীপুজো যাতে সুষ্ঠুভাবে আয়োজিত হয় তাইজন্য রানাঘাট মহকুমা প্রশাসনের ডাকে আয়োজিত হলো এক জরুরী সভা। মহাকুমা শাসকের সেমিনার হলে এদিনের এই সভা আয়োজিত হয়।সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডা: হারিশ রশিদ রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি দমকল বিভাগ, ইলেকটিক সাপ্লাই ও পুরসভার আধিকারিকবৃন্দ। ও রানাঘাট শহরের ২৬ টি কালীপুজো কমিটির কর্মকর্তারা। কালীপুজো উপলক্ষে কি কি নিয়ম কানুন মানতে হবে এ বিষয়ে আজ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সবিস্তরের জানানো হয় পুজো কমিটি গুলিকে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয় কি কি পদ্ধতি অবলম্বন করলে তারা কালীপুজোর পারমিশন পাবে। বিভিন্ন বিষয়ে আজ পুজো কমিটির কর্মকর্তাদের ও মহকুমা প্রশাসনের সঙ্গে মতবিনিময় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here