বাঁকুড়ার শালতোড়ায় চোখের আলো প্রকল্প।

0
241

সুদীপ সেন, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম উল্লেখ যোগ্য প্রকল্প হলো চোখের আলো প্রকল্প।

সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও এই প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে।

বাঁকুড়ার শালতোড়া ব্লকে চারটে পর্যায়ে এর ক্যাম্প হয়েছে।
তারপর ২১০ জন চক্ষু ছানি অপারেশন এবং ১০১ জনকে চশমা দেওয়ার জন্য বিবেচনা করা হয়।

সেই মতো শুক্রবার শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই ১০১ জন কে চশমা দেওয়ার কাজ শুরু হয়।

শালতোড়া বিপি এইচ সি এর বি, এম, ও, এইচ ডাক্তার অনিক কুমার বিশ্বাস নিজে উপস্থিত থেকে চশমা প্রাপ্তদের চশমা প্রদান করেন।
তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের খুব ই একটি উপকারী প্রকল্প হলো চোখের আলো প্রকল্প।
২২,২৩,২৪,২৫ তারিখ চারটি চক্ষু পরীক্ষার ক্যাম্প হয়।
তারপর স্ক্রিনিং এর পর ২১০ জন চক্ষু ছানি এবং ১০১ জন চশমার জন্য বিবেচিত হন।
দুটি পর্যায়ে বেশ কয়েক জনের চক্ষু ছানি অপারেশন হয়েছে।
শুক্রবার অধিকাংশ বিবেচিত দের চশমা দেওয়া হলো।
এই উপভোক্তারা প্রধানত তফসিলি উপজাতি ভুক্ত।
সম্পূর্ণ বিনা মূল্যে তারা এই সুবিধা পেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here