বাঁকুড়ার শালতোড়ায় টেট উত্তীর্ণ অনশনরত শিক্ষা প্রার্থীদের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে বাম ছাত্র, যুবদের মিছিল।

0
140

সুদীপ সেন, বাঁকুড়াঃ- আজ দীর্ঘ দিন ধরে নিজেদের হকের চাকরির দাবিতে রাস্তায় আন্দোলন করছে ২০১৪ টেট উত্তীর্ণ ছাত্র, ছাত্রী রা।

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের সেই হকের চাকরি দেওয়ার পরিবর্তে বৃহস্পতিবার মধ্য রাত্রে আন্দোলন রত ছাত্র ছাত্রীদের ওপর সরকারের পুলিশ নির্মম অত্যাচার করে তাদের গ্রেফতার করে বলে ছাত্র, ছাত্রী দের কথা থেকে জানতে পারা যায়।

এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দেয় পশ্চিমবঙ্গের বাম ছাত্র, যুব সংগঠনগুলি।

সেইমতো শুক্রবার বাঁকুড়ার শালতোড়া বি,ওয়াই,এবং,আই লোক্যাল কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয় শালতোড়া বাজার প্রদক্ষিণ করে।
পরে শালতোড়া থানার সামনে পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে তারা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি, ওয়াই , এফ্, আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মন্ডল, শালতোড়া লোকাল কমিটির সম্পাদক নয়ন পরামানিক, বিশ্বজিৎ ধীবর, সোনালী বাউরি, ও অন্যান্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here