নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার থেকে রানাঘাট শ্মশানে বন্ধ ইলেকট্রিক চুল্লি। যার ফলে অসুবিধার সম্মুখীন রানাঘাট ও রানাঘাট পার্শ্ববর্তী অঞ্চলের শব দাহ করতে আসা মানুষেরা।
এবিষয়ে রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায় জানান যুদ্ধকালীন তৎপরতায় ইলেকট্রিক চুল্লি সারানোর কাজ চলছে। খুব শীঘ্রই রানাঘাট শ্মশানে ইলেকট্রিক চুল্লি চালু হয়ে যাবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট বাস্তুকারদের সঙ্গেও কথা বলেছেন। আগামী সাত দিনের মধ্যে চালু হবে ইলেকট্রিক চুল্লি। তবে রানাঘাট শ্মশানের কাঠের চুল্লি খোলা আছে মানুষ ইচ্ছা করলে কাঠেও দাহ করতে পারবে। এবিষয়ে পুরপ্রধান জানান।
যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার থেকে রানাঘাট শ্মশানে বন্ধ ইলেকট্রিক চুল্লি।

Leave a Reply