আবদুল হাই, বাঁকুড়াঃ দাদা নেই,ভাই নেই নাতনিরা দিল দাদুকে ফোঁটা এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুররাণী পুষ্করীনি গ্ৰামে।নাতনিরা দাদুদের নিনিষ্ট আসনে বসিয়ে তাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে শাঁকের আওয়াজের সাথে নাতনিরা বলে ওঠে দাদু ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যমের দুয়ারে পড়ল কাঁটা ,যম দেয় যমকে ফোঁটা আমি দিলাম দাদু ভাইকে ফোঁটা। সাথে থাকে ধান ও দুর্বার আশীর্বাদী মঙ্গলকামনা এবং থালায় সাজানো নানা ধরনের মিষ্টান্ন। নাতনিরা বলে, আমাদের তো ভাই, দাদা নেই তাই আমরা দাদু ভাইকে ফোঁটা দিলাম।আমরা খুব খুশি দাদু ভাইকে ফোঁটা দিয়ে।
ভাই নেই,নাতনিরা দিল দাদুকে ফোঁটা ইন্দাসে।

Leave a Reply