আজ বর্ধমান শহর বিজেপির কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

0
136

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ বর্ধমান শহর বিজেপির কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজ এই বিশেষ সাংগঠনিক বৈঠক উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, তৃণমূল কংগ্রেস দলটা এখন আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে একটি দল পিসির দল ও অপরটি ভাইপোর দল। আমরা দেখতে পাচ্ছি পিসির দল থেকে কিছু লোক জেলে চলে যাচ্ছে এবং ভাইপোর দলে কিছু লিখেছে যোগদান করছে। পিসির দলে আমরা বড় বড় স্ক্যাম দেখতে পাচ্ছি। এই তৃণমূল দল আসতে আসতে ভেঙে যাচ্ছে অস্তিত্ব বা আত্মরক্ষার জন্য কেউ একবার পিসির দলে যাচ্ছেন কেউ একবার ভাইপোর দলে যাচ্ছেন। সাংসদ লকেট চ্যাটার্জি আরো বলেন, আপনারা এই তৃণমূল বেশিরভাগই মন্ত্রী এত পরিমাণে সিন্ডিকেট ও তোলাবাজি করেছে ইডি ও সি বি আই পূর্ণাঙ্গ তদন্ত করে সবাইকে জেলে ঢোকাবে। আগামী দিনে দেখবেন এই তৃণমূলের মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী গারদে ঢুকছে এবং গোটা মন্ত্রিসভায় জেল থেকে চলবে। মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের নেতারা চোর ডাকাতের পাশেই থাকে। এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকায়। আর ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে থেকে কাজ করে এবং তৃণমূলের নেতারা যে সমস্ত মানুষকে ঠকিয়েছে তাদের পাশে থেকে ভারতীয় জনতা পার্টি তাদের রক্ষা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here