কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- উদয়ন গুহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা বিজেপি। এদিন দুপুরে কোচবিহারের পঞ্চরঙ্গী মোড়ে পথ আটক করে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, তুফানগঞ্জের বিজেপি বিধায়িকা মালতি রাভা রায়,বিজেপি সম্পাদিকা মিনতি দাস ঈশোর, অজয় রায় সহ আরও অনেকে।
সম্প্রতী দিনহাটার সুকারুর কুঠিরতে প্রকাশ্য জনসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাস্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের চুল -দাড়ি উপড়ে ফেলার কথা বলেন। এই নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এরই প্রতিবাদে আজ কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপি।সেখানে বিক্ষোভের পরে উদয়ন গুহর কুশপুতুল দাহ করেন। এবং আগামী দিনে তার এই মন্তব্যের জেরে গ্রাম থেকে গ্রামীঞ্চলে আন্দোলন নামার কথা জানান বিজেপি নেতৃত্বরা।
Leave a Reply