বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে ছট পুজো উপলক্ষে ১৮ নাম্বার ওয়ার্ডে নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

0
328

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলার আনাচে কানাচে সম্প্রীতি নিদর্শন বারবার আমাদের চোখে পড়ে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময় মেতে ওঠে বিভিন্ন উৎসবে । সেই রকম এক সম্প্রীতির দৃশ্য দেখা গেল বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডে। বর্ধমান পৌরসভার ১৪ নাম্বার ওয়ার্ডের পৌরপিতা তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে ছট পুজো উপলক্ষে ১৮ নাম্বার ওয়ার্ডে নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। আমরা আগেও দেখেছি দীপাবলীর সময় প্রদীপ রহমান নিজস্ব উদ্যোগে প্রত্যেকটি মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে মাটির প্রদীপ তুলে দিয়েছেন। কথায় বলে, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটির মাধুর্য হয়তো সত্যি করলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান। ছট পূজা উপলক্ষে বাঁকারঘাট সংস্কার করেন এবং ওয়ার্ডের মানুষদের প্রতিশ্রুতি দেন খুব সত্তর এই মাটির ঘাট টি বাঁধিয়ে দেওয়া হবে। ছট পুজো উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান বলেন, প্রতিবছরই আমরা ছট পুজো উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এবছর ছট পুজোর আগে আমরা এই মন্দির করেছি এবং আজকে এই মন্দিরের শুভ উদ্বোধন। এই বাকার ঘাঁটের অবস্থা খুবই ছিল শোচনীয়। আমার ওয়ার্ডের মায়ে দের সুদূর সদরঘাটে ছট পুজো করতে যেতে হতো এবং তারা অনুরোধ জানিয়েছেন আমাকে ঘাটটি সংস্কার করা হয়। তাই আমি কর্মীদের সাথে কথা বলি ঘাটটি আপাতত সংস্কার করেছি এবং আমি বর্ধমান উন্নয়ন সংস্থার যে কথা বলেছি খুব তাড়াতাড়ি ঘাটটি কংক্রিটের করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here