আবদুল হাই, বাঁকুড়াঃ- জিও নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকার মানুষেরা।আর সেই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়। অনেকেরই অভিযোগ এই সংস্থার পরিষেবা খুব খারাপ এখন। নেটওয়ার্কের সমস্যা খুব। এমনকি ভিডিওকল করতেও পারছি না। একই কথা দোকানদারদের মুখেও। বলেন যে নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকেই জিও রিচার্জ বন্ধ করে দিচ্ছে।
জিও নেটওয়ার্কের সমস্যায় জর্জরিত খদ্দেররা।












Leave a Reply