পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা।

0
274

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলের ডাহি ও কাশিডাঙ্গা সংসদে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, তৃনমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য ভাগবৎ মান্না, সাঁকরাইল ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অঞ্জলি দোলাই, রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাত সহ আরো অনেকে। ওই সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। বিধবা ভাতা বা লক্ষীর ভান্ডার এর টাকা পাননি যদি কেউ ওই এলাকায় থাকেন তাদের প্রয়োজনীয় আবেদন পত্র নির্দিষ্ট জায়গায় জমা দেওয়ার জন্য তিনি জানান। সেইসঙ্গে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করতে হবে। সিপিএম ও বিজেপিকে শূন্য হাতে সাঁকরাইল ব্লক থেকে ফেরাতে হবে। এখন ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি ও সিপিএম হাতে হাত মিলিয়েছে। তাই তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি বলেন রাম ও বাম এক হলেও সাঁকরাইল ব্লকের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন আগামী দিনেও থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here