রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানে তৃণমূলের এক ঝাক শীর্ষ নেতৃত্ব।

0
571

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানে তৃণমূলের এক ঝাক শীর্ষ নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় নদীয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এই রাস শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুরের রাস উৎসবের শোভাযাত্রায় যেসব পুজো কমিটি তাদের মূল আকর্ষণ তুলে ধরতে পেরেছেন তাদেরকে মনোনীত করে উদ্যোক্তাদের হাতে রাস শ্রেষ্ঠ সম্মান তুলে দেওয়া হয়। তবে শান্তিপুরের রাস উৎসবের ঐতিহ্যমন্ডিত বিগ্রহ বাড়ি গুলির প্রধান আকর্ষণ ছিল রায় রাজা, তাদের মধ্যেও বিচারক অনুযায়ী মনোনীত করে রাস শ্রেষ্ঠ সম্মান তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরই শান্তিপুরের অন্যতম সংগঠন পূর্ণিমা মিলনী রাস শ্রেষ্ঠ সম্মান দিয়ে থাকেন, এ বছরও ব্যতিক্রম নয়। অন্যদিকে তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব উপস্থিত হওয়াতে আপ্লুত সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here