শ্রীচৈতন্যদেবের একাধিক লীলা এবং শ্রীকৃষ্ণের লীলা খেলার সমস্ত কিছু তুলে ধরে শোভাযাত্রা।

0
596

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুরে ভাঙা রাসের শোভাযাত্রায় প্রথমে শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়িগুলি তাদের বিগ্রহ দেবতা নিয়ে অংশগ্রহণ করে। যেখানে শ্রীচৈতন্যদেবের একাধিক লীলা এবং শ্রীকৃষ্ণের লীলা খেলার সমস্ত কিছু তুলে ধরে শোভাযাত্রার মূল আকর্ষণ হিসাবে। তবে বরাবরই শান্তিপুরের ভাঙা রাসের ঐতিহ্য হল বিগ্রহ বাড়িগুলির রাই রাজা, এবছর বেশিরভাগ বিগ্রহ বাড়ি তাদের সুসজ্জিত রায় রাজা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। অন্যদিকে দু’বছর করো না আবহাওয়া কাটিয়ে প্রশাসনিক বাঁধা না থাকাই শোভাযাত্রা আরও মনোরম করে তুলেছিল শান্তিপুরের সমস্ত পুজো বারোয়ারি গুলি। প্রত্যেকটি বারোয়ারি একের পর এক আলোকসজ্জায় মহিমুত্য করে লাখ লাখ দর্শনার্থীদের মন, তাছাড়াও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তো বিশেষ আকর্ষণ ছিল। সব মিলিয়ে শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রায় লাখ লাখ দর্শনার্থীদের ঢল, পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না শান্তিপুরের রাজপথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here