হুগলি, নিজস্ব সংবাদদাতা ১২ নভেম্বর ২০২২: আজ জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা ইউনিটের উদ্যোগে আরামবাগ ব্লকের মাধবপুর অঞ্চলে এলোমা গ্রামে নতুন ইউনিট গঠন করা হল। উপস্থিত ছিলেন জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি-সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কৃষক।
সারা দেশে কৃষকদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে জয় কিষাণ আন্দোলন। পশ্চিমবঙ্গেও তারা চাষিদের রুটিরুজি, জল-জমি-জঙ্গলের ওপর অধিকার, কৃষি উৎপাদনের ন্যূনতম মূল্য (এমএসপি), ঋণ থেকে মুক্ত হওয়ার লড়াই এবং কর্পোরেট লোভ থেকে খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে বাঁচাতে সক্রিয় ভূমিকা পালন করছে।
হুগলি একটি কৃষিপ্রধান জেলা। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। ধান, আলু, পাট ছাড়াও নানা রকম সবজির চাষ এই জেলায় হয়। কৃষকদের ওপরে নানা রকমের জুলুম চলে। এই জেলাতেই ঘটেছিল ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন। তারপরেও কৃষকদের জীবনযাত্রার উন্নতি দেখা যায়নি। সরকার এবং বেসরকারি পুঁজি নানাভাবে শোষণ বাড়িয়ে চলেছে। চাষিদের দাবিদাওয়ার লড়াইয়ের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর লড়াইয়ে জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা ইউনিট কৃষক ও ক্ষেতমজুরদের একত্রিত করছে। এই সবুজ প্রচেষ্টায় গতি সঞ্চার করবে এলোমা গ্রামের নতুন ইউনিট।
মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩
Leave a Reply