রাসমেলাতে আসা দর্শনার্থী ও পুন্যার্থীদের জন্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন করল তৃণমূল কংগ্রেস।

0
311


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মদনমোহন দেবের রাসযাত্রা উপলক্ষে আগত দর্শনার্থী ও পুন্যার্থীদের জন্য সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করল কোচবিহার জেলা মাধ্যমিক শিক্ষা সংগঠন। এদিন কোচবিহার রাসমেলা ময়দান সংলগ্ন এলাকায় ওই সহায়তা কেন্দ্র শুভ সূচনা করা হয়। এদিন ওই সহায়তা কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আব্দুল জলিল আহমেদ, কাউন্সিলর অভিজিৎ মজুমদার, নিরঞ্জন দত্ত সহ আরো অনেকে।

জানা গেছে, কোচবিহার পৌরসভা পরিচালিত ২১০ তম রাসমেলায় রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ও পূর্নার্থীরা আসেন। সেই পূর্নার্থী ও দর্শনার্থীদের কোনরকম সমস্যা বা সাহায্যে প্রয়োজন হলে সেই সহায়তা কেন্দ্র থেকে সমাধান করা হবে এবং এখানে জল, সেনিটাইজার, মাস্ক রাখা থাকবে সেখান থেকে দর্শনার্থীরা ও পূর্ণর্থীরা নিতে পারবে। পাশাপাশি ওই সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন রকম সরকারী প্রকল্প ও কি কি উন্নয়ন হয়েছে তা ডিসপ্লে করে দেখানো হবে এই সহায়তা কেন্দ্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here