ড্রেনের জলে মশা লার্ভা চরে বেড়াচ্ছে হুঁশ নেই প্রধানের অভিযোগ এলাকাবাসীর।

0
310

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: ড্রেনের জলে মশা লার্ভা চরে বেড়াচ্ছে হুঁশ নেই প্রধানের অভিযোগ এলাকাবাসীর। সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর ডেল্টা জুটমিল বহুদিন ধরে বন্ধ আছে। সেই ডেল্টা জুটমিল এলাকায় বস্তিতে বসবাস করেন কয়েক হাজার হিন্দি ভাষী বাসিন্দা। মিলধার এলাকায় বস্তি অঞ্চলে চারটি বুথের প্রতিটা বুথ পিছু ড্রেনে জল সব সময় আটকে থাকে । সেই জমা জলে মশার লার্ভা জন্মাচ্ছে সেই মশা থেকে এলাকায় মশা বাহিত রোগ ডেঙ্গু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে । এমনই এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় গ্রামীন হসপিটাল হাজী এসটি মল্লিক এ ভর্তি আছেন। তদুপরি হুঁশ নেই মানিকপুর অঞ্চল প্রধান সহ এলাকার সদস্যদের। বহু দিন ধরে ড্রেনের সংস্কার না হওয়ায় জমা জল জমতে জমতে বাড়ির উঠানে পর্যন্ত চলে আসছে নোংরা জল। দিনের বেলায় মশারি টাঙিয়ে শুতে হচ্ছে মশা উপদ্রবের কারনে এমনই অভিযোগ এলাকাবাসী। এই নিয়ে মহিলাদের মধ্যে গুঞ্জন দেখা গেল প্রত্যেকের দাবি প্রধান কে বলেও কর্ণপাত করছে না প্রধান ।
কবে এলাকায় ড্রেন সংস্কার হবে সেই দিকে তাকিয়ে আপামোর এলাকাবাসী। হু হু করে বাড়ছে মশা বাহিত রোগ। এখন দেখার কবে হুঁশ ফেরে এলাকার জনপ্রতিনিধিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here