কোচবিহার, নিজস্ব সংবাদদাতাদ: রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো রাসমেলা আসা ফুটপাত ব্যবসায়ীরা। এদিন রাসমেলা সংলগ্ন সিলভার জুবিলী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ এসে ওই পথ অবরোধ তুলে দেন বলে জানা গিয়েছে।
তাদের দাবি, কয়েকবছর ধরে রাসমেলাতে ফুটপাতের বিভিন্ন জায়গায় ব্যবসা করেন আসছি। কিন্তু এবছর আমরা ফুটপাতে বসে ব্যবসা করছি। আজ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এসে আমাদের জানান ফুটপাত খালি করে দিতে। আমরা এতদিন ধরে ব্যবসা করছি কেউ কোন কিছু বলেনি। কারণ আমরা টাকা দিয়ে জায়গা নিতে পারি না বলেই ফুটপাত বেছে নিয়েছি। তারপর আজ আমাদের সেখান থেকে উঠে যাওয়ার কথা বলে যান। আমরা বহু টাকার মাল করে ফেলেছি। দোকান করতে না পারলে সংসার চালানো কষ্টকর হবে। তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান রাসমেলা আসা ফুটপাত ব্যাবসায়ীরা।
Leave a Reply