কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আমরা যদি মদত না দিই, তাহলে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না। নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা-২ ব্লকের কালমাটিতে তৃণমূলের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
তিনি বলেন, ‘এই বামনহাট-২ গ্রাম পঞ্চায়েতের ছয়টি বুথ রয়েছে। তৃণমূলের মদত ছাড়া বিজেপি প্রার্থী দিতে পারবে না। আর বিজেপি যদি প্রার্থী দেয় তাহলে আমাদের নেতাদের শাস্তি হবে। তাই গ্রামে গ্রামে আমাদের সংগঠন মজবুত করতে হবে। আমরা বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেব না ঠিকই, কিন্তু বিজেপি,কংগ্রেস, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক যাতে প্রার্থী দিতে না পারে সেই উদ্যোগ নিতে হবে।’
আর এই ঘটনাতেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও এবিষয়ে উদয়ন গুহকে কটাক্ষ করেছেন বিজেপি।
এবিষয়ে উদয়ন গুহের পাল্টা জবাব দিতে গিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরেই উদয়ন বাবু তার নেতাকর্মীদের ধরে রাখার জন্য এ ধরনের মন্তব্য করে চলেছেন। এর থেকে বোঝা যায় যে দিনহাটায় বিজেপি কতটা শক্তিশালী হয়েছে তার ওই কথা শুনেই বোঝা যাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করবে তা উদয়ন বাবুর বক্তব্য স্পষ্ট।
Leave a Reply