একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগ থেকে তিন তিনবার মিডডে মিলের বাসন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য।

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগের মিডডে মিলের সমস্ত বাসনপত্র দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ নকল চাবি বানিয়ে প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগের ঘরের দরজার তালা খুলে এই চুরি। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের হিন্দু হাইস্কুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের। জানা যায় আজ সকালে ওই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা এসে দেখে বাইরে থেকে গ্রিলের তালা বন্ধ থাকলেও ভেতরের দরজা খোলা। তখনই গ্রিলের তালা খুলে ভেতরে গিয়ে দেখে মিডডে মিলের সমস্ত বাসন চুরি করে নেয় কে বা কারা এরপর একটি নকল চাবির থোকা পড়ে থাকতে দেখে। তখনই সন্দেহের দানা বাঁধে শিক্ষকদের মধ্যে, শুধু একবার নয় এর আগেও দু-দুবার একইভাবে প্রাথমিক বিভাগ ও উচ্চ প্রাথমিক বিভাগে চুরির ঘটনা ঘটে। আবারো চুরির ঘটনায় ইতিমধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষদের। মিডডে মিলের সমস্ত বাসন চুরি হয়ে যাওয়াতে আজ সকাল থেকেই প্রাথমিক বিভাগ উচ্চ প্রাথমিক বিভাগের মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের একাংশের দাবি, বারেবার এই চুরির ঘটনার সাথে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কেউ না কেউ জড়িত, না হলে নকল চাবি ব্যবহার করে কিভাবে চুরির ঘটনা ঘটলো। স্বভাবতই একই বিদ্যালয় থেকে পরপর তিনবার চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকালে এই চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই বিদ্যালয়ের ঘটনাস্থল খতিয়ে দেখার জন্য যায় শান্তিপুর থানার পুলিশ। এখন দেখার কত তাড়াতাড়ি এই চুরির ঘটনার কূলকিনারা খুঁজে বের করতে পারে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *