কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিজেপি সরকারের বাংলা ভাগের চক্রান্তের ও ১০০ দিনের কাজের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। কোচবিহার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সামনে ওই অবস্থান বিক্ষোভ বসে। এদিন কোচবিহার ১ নং ব্লকের ৬ টি অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে ওই অবস্থান বিক্ষোভ হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা, আইএনটিটিইউসি কোচবিহার ১ ব্লকের সভাপতি শাহিনুর হোসেন,সহ সভাপতি আমিনুর রহমান,আইএনটিটিইউসি মহিলা সহ সভানেত্রী রুমা দে সহ অনেকে।
এদিন এবিষয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা জানান, কেন্দ্রের সরকার বাংলা ভাগ করার চক্রান্ত করছে, জাতিতে জাতিতে লড়াই লাগিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। ১০০ দিনের কাজের টাকাসহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ আগামী দিনে যদি ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার তাহলে বৃহত্তর আন্দোলনে দাবি করেন তিনি।
Leave a Reply