বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর যুব তৃণমূল কর্মীদের নিয়ে ঐতিহাসিক জনসভা‌র আয়োজন করা হবে জলপাইগুড়ি‌তে।

0
224

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর যুব তৃণমূল কর্মীদের নিয়ে ঐতিহাসিক জনসভা‌র আয়োজন করা হবে জলপাইগুড়ি‌তে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় পঞ্চাশ হাজার তৃণমূল কর্মী অংশ নেবেন এই সভায়। সভায় বক্তব্য রাখবেন রাজ‍্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মহুয়া মৈত্র বিভিন্ন নেতা নেত্রীরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি‌ জেলা তৃণমূল দপ্তরে একটি বৈঠক করেন জেলা যুব তৃণমূল নেতা নেত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে বাংলাকে ভাগ করা‌র চেষ্টা করা হচ্ছে। কিন্তু বঙ্গভঙ্গ আমরা কিছুতেই হতে দেবো না। এছাড়া একশো দিনের কাজের বকেয়া টাকা ও বাংলার বাড়ির অর্থ নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলা হবে সভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here