‘রাজভবন চলো’ কর্মসূচির ব্যাপক প্রচার মহানগরে।

0
409

কলকাতা, ২২ নভেম্বর ২০২২: কৃষকদের বকেয়া দাবিদাওয়া পূরণের ব্যাপারে আগামী ২৬ নভেম্বর গোটা দেশের সবকটি রাজ্যে যে ‘রাজভবন চলো’ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, মঙ্গলবার ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে তার প্রচার চলল কলকাতা মহানগরীতে। কেন্দ্র ও রাজ্য— এই উভয় সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষেত্রে ও স্থানীয় ক্ষেত্রে কৃষকদের দাবিদাওয়ার বিষয়ে এদিন ধর্মতলা ডেকার্স লেন, নিউ মার্কেট, হাজরা মোড়, একাডেমি অব ফাইন আর্টস, রাসবিহারী-সহ শহরের বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়।

কৃষিজীবী মানুষের রাজভবন অভিযানের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হয় এই প্রচার থেকে। এমএসপি আইন প্রণয়ন, কেন্দ্রীয় বিদ্যুৎ বিল-২০২০ বাতিল, কৃষিবিমা ও কৃষকদের পেনশন চালু করার মতো দাবিগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিলি করা হয় প্রচারপত্র। এদিন এই প্রচার কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রবীণ কৃষক নেতা কল্যাণ সেনগুপ্ত ও কার্তিক পাল। এছাড়াও সুফিয়া খাতুন, চন্দ্রাস্মিতা চৌধুরী, ইন্দ্রানী দত্ত প্রমুখ সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা শামিল হয়েছিলেন প্রচার কর্মসূচিতে।

মিডিয়া সেল | সংযুক্ত কিষাণ মোর্চা
যোগাযোগ: ৮৩৩৬৯৩৯৩৯৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here