আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার গ্রামে গ্রামে পদযাত্রা শুরু করল সিপিএম।

0
229

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার গ্রামে গ্রামে পদযাত্রা শুরু করল সিপিএম। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট দশটি বুথ এলাকায় পদযাত্রা হয়৷ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বাম নেতারা। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে সজাগ করতেই সিপিএমের এমন কর্মসূচি বলে মনে করা হচ্ছে। এদিনের ওই পদযাত্রায় সারের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি বন্ধের দাবি ওঠে তেমনই একশো দিনের কাজ কেন বন্ধ সেই প্রশ্নও তোলেন বাম নেতারা। এছাড়াও দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন, শিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে ‘চোর ধরো, জেল ভরো’র ডাকও দেওয়া হয়। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সংগঠন থেকে শুরু করে ক্ষেত মজুর ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা সম্পাদক দীনবন্ধু বর্মন, সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্পাদক প্রভাস দাস, ব্লক সম্পাদক ঈশ্বর রায়, এসএফআই জেলা সম্পাদক রাজত্তম বর্মন প্রমুখ কর্মসূচির নেতৃত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here