বিশ্ব এইডস দিবসে সচেতনতায় পথে নামলো স্বাস্থ্য দপ্তর।

0
191

আবদুল হাই,বাঁকুড়াঃ আজ ১ ডিসেম্বরৎবিশ্ব এডস দিবস। বছরের বিশেষ এই দিনটিতে এডস বিষয়ে জনসচেতনতা তৈরীতে পথে নামলো স্বাস্থ্য দপ্তর। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং পড়ুয়া, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সুদৃশ্য ট্যাবলো সহ বর্ণাঢ্য পদযাত্রা বাঁকুড়া শহর পরিক্রমা করে। এদিন জনসচেতনতামূলক এই পদযাত্রা সি.এম.ও.এইচ দপ্তরের সামনে শুরু হয়ে ব্যাঙ্ক মোড়-মাচানতলা ঘুরে সি.এম.ও.এইচ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় নতুন করে ১৮৮ জন এডস্ আক্রান্তের সন্ধান মিলেছে, এদের মধ্যে অন্তঃস্বত্তা ২৭ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২০০ জনের মতো। জেলার মধ্যে পৌর এলাকা ও বাঁকুড়া-১ ও ২ ব্লকে এডস আক্রান্তের সংখ্যা সব থেকে বেশী। যার বেশীরভাগটাই বাইরে থেকে আসা মানুষ ও লরি চালক বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here