জাতীয় সাহিত্য উৎসব: সাহিত্যের আঙিনা সাংস্কৃতিক ভারত পুনর্গঠন করবে – প্রসূন ভৌমিক

0
580

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এসএসএফ আয়োজিত তিন দিনের জাতীয় সাহিত্য উৎসব আজ শেষ হলো তপন ব্লকের মাঝিখন্ডা এলাকায়। বিশিষ্ট বাংলা কবি ও সমাজকর্মী প্রসূন ভৌমিক বলেছেন যে দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রদের একত্রিত হওয়ার এবং তাদের সাহিত্যকর্মগুলিকে একটি মহান সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসাবে উপস্থাপন করার সুযোগ রয়েছে এবং তারা এমন প্ল্যাটফর্ম দেখে খুশি যেখানে লোকেরা ভাষা নির্বিশেষে একসাথে আসে । এসএসএফ ‘জাতীয় সাহিত্য উৎসব’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এসব কথা বলেন। তিনি বাংলা কবিতা পরিবেশন করে উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে গত ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সাহিত্য ২৬ টি রাজ্যের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সভাপতিত্ব করেন এসএসএফ জাতীয় কমিটির সভাপতি ড.পিএ মোহাম্মদ ফারুক নাইমী। জেলা কালেক্টর বিজিন কৃষ্ণ, তপন ব্লক উন্নয়ন আধিকারিক তীর্থঙ্কর ঘোষ, সিডব্লিউসি সদস্য সুরজ দাস, বিশিষ্ট সমাজসেবী বঙ্গলক্ষী বিশ্বনাথ লাহা, তপন থানার পুলিশ ইন্সপেক্টর ইন চার্জ গৌতম রায়, এসওয়াইএস কেরালার সভাপতি সৈয়দ ত্বাহা সাকাফি, এসএসএফ জাতীয় সম্পাদক নওশাদ আলম মিসবাহী, সহ-সভাপতি উবায়দুল্লাহ সাকাফি, এবং কোষাধ্যক্ষ জুহাইরুদ্দিন নুরউদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন ৷সাহিত্য উৎসবে ২৬ টি রাজ্যের ৬৩৭ জন প্রতিনিধি ৪২ টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিচারক হিসেবে বিভিন্ন রাজ্যের ৩০ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন । ১১১ জন স্বেচ্ছাসেবক সাহিত্য উৎসব সেটআপ এবং পরিষেবার জন্য কাজ করছেন। স্বেচ্ছাসেবকদের সাথে বিভিন্ন রাজ্যের কর্মীও রয়েছে। জাতীয় ক্যাম্পাসের ছাত্ররাও অন্তর্ভুক্ত। সাহিত্যোৎসব অনুষ্ঠানগুলি ৪৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়। একটি ৩১৩ সদস্যের অভ্যর্থনা দলও কাজ করছে। তিন দিনব্যাপী সাহিত্য উৎসব শেষ হলো রবিবার সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কৃষি ও কৃষি বিপনন মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here