নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-শহর কংগ্রেসকে ঢেলে সাজাতে বড়সড় রদবদল করলো মালদা জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে টাউন কংগ্রেসের নতুন কমিটির ঘোষণা করা হয়। দলের প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি সন্তোষ কেশোরীকে সরিয়ে দায়িত্বে আনা হয় কংগ্রেস নেতা নুর ইসলাম মহলদারকে। এছাড়াও সহসভাপতি পদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতা চিত্ত সাহা এবং সম্পাদকের পদে আনা হয় ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্ত দাসকে। নতুন কমিটির ঘোষণা করেন জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী। সাংসদ আবু হাসেম খান চৌধুরী জানান, কংগ্রেসের সোনালী অতীত রয়েছে। আধুনিক মালদা শহর বরকত গনিখান চৌধুরী গঠন করেছেন। শহর জুড়ে কংগ্রেসের উন্নয়নের নিদর্শন ছড়িয়ে রয়েছে। প্রকৃত উন্নয়ন কংগ্রেস করতে পারে এই বিশ্বাস শহরবাসীর মধ্যে ফিরিয়ে আনতে হবে। আজ টাউন কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন উদ্যোমে কংগ্রেস শহরে সংগঠন বৃদ্ধিতে জোড় দিবে। ডিসেম্বর শেষ সপ্তাহে মালদায় আসছেন প্রিয়াংকা গান্ধী। বড় জনসভার জন্য আমরা প্রস্তুত হচ্ছি।
শহর কংগ্রেসকে ঢেলে সাজাতে বড়সড় রদবদল করলো মালদা জেলা কংগ্রেস।

Leave a Reply