স্বর্গীয় বাপী বাউরি, আকমল রেজা বজলে রহমান স্মৃতি এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

আবদুল হাই, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বড়জোড়া হাট আশুড়িয়ায় প্রভাত সংঘের পরিচালনায় স্বর্গীয় বাপী বাউরি, আকমল রেজা,ও বজলে রহমান স্মৃতি এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে দুটি মহিলা ফুটবল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মূর্খাজী, বিশিষ্ট সমাজ সেবী মহম্মদ ওয়েস , বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, সাহিত্যিক সুজয় চন্দ্র ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই খেলায় অংশগ্রহণকারী মুখোমুখি দুই দল সোনামূখী জান্নাত একাদশ বনাম দূর্গাপুর একদশ । খেলায় ট্রাইবেকার মাধ্যমে সোনামূখী জান্নাত একাদশ জয়লাভ করে । এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয় কুনু সরেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *