পঞ্চম শ্রেণীতে ভর্তির ফরম তোলা কে কেন্দ্র করে সাময়িক উত্তপ্ত হলো গ্রাম্য হিতকারী গার্লস হাই স্কুলে।

0
245

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  পঞ্চম শ্রেণীতে ভর্তির ফরম তোলা কে কেন্দ্র করে সাময়িক উত্তপ্ত হলো গ্রাম্য হিতকারী গার্লস হাই স্কুলে। শুরু হয়ে গিয়েছে চতুর্থ শ্রেণীর পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে সবাই। তাই বিভিন্ন স্কুলে নোটিশ জারিও হয়ে গিয়েছে কিভাবে স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। মূলত যে সকল স্কুল লোয়ার থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে সেই সব স্কুলগুলো ফোর থেকে ফাইভ এ ভর্তি হতে কোন অসুবিধা হয় না। কিন্তু ভালই স্কুলে অন্যান্য আশেপাশে স্কুল থেকে উত্তীর্ণ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী ভর্তি করার জন্য বাবা মায়েরা মুখিয়ে থাকেন সর্বদাই ভালো স্কুলে তাদের ছেলেমেয়েদের দেবার জন্য। সেইমতো গ্রাম্যহিতকারী গার্লস হাই স্কুল আন্দল মৌরি অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ ইস্কুল যা ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার সুব্যবস্থা আছে। এই সরকারি স্কুলে আশেপাশে অন্যান্য স্কুলের ছাত্রীরা ভর্তি হবার জন্য তাদের পরিবারের লোকেরা জড় হন । সেইমতো স্কুলের শিক্ষক নোটিশ দিয়েছিলেন যে দুটি তিন কিলোমিটার পর্যন্ত যে সকল অভিভাবকরা আছেন তাদের ছেলে মেয়েরা এই স্কুলে ভর্তি হতে পারবেন এবং এর অধিক হলে নেওয়া যাবে না । এমনই একটা কথা শোনায় সকাল থেকে লাইন দিয়ে থাকা অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন তারা দাবি করেন তাদের ছেলেমেয়েদের এই স্কুলে ভর্তি নিতে হবে এই নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরে শিক্ষকদের মধ্যস্থতায় বিবাদ মেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here