পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– রাতের অন্ধকারে ফুল চাষিদের কাছ থেকে তোলাবাজি করার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার পশ্চিম নেকড়াতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুল চাষীরা। দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলা থেকে আগত ফুল চাষিরা এই অবরোধের সামিল হয় এইদিন । প্রায় আধঘন্টা ধরে চলে এই অবরোধ, এই অবরোধের ফলে থমকে যায় জাতীয় সড়কে যান চলাচল, ব্যাপক যানজটের সৃষ্টি হয়, পরে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যান চলাচল স্বাভাবিক হয়। তবে ফুল চাষীদের উপর এইরকম ঘটনা আগামী দিনের ঘটলে আরো বৃহত্তর আন্দোলনের নাম আর হুঁশিয়ারি দিলেন ফুল চাষিরা।
রাতের অন্ধকারে ফুল চাষীদের কাছ থেকে তোলাবাজির প্রতিবাদে পাঁশকুড়াতে জাতীয় সড়ক অবরোধ।

Leave a Reply