প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : শুরু হয়ে গেল বাড়ি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য সার্ভের কাজ। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বেশ কিছুদিন বন্ধ ছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টানা পড়ে নেই অবশেষে কেন্দ্র সরকার রাজি হয় ১১ লক্ষ ঘর দিতে। এবং বেশ কিছু কঠোর শর্ত আরোপ করে। যেমন ২০১৮ সালের নামের তালিকা অনুযায়ী নাম দিতে হবে এবং নতুন নাম সংযোজন করা যাবে না। এছাড়াও তাড়াতাড়ি সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে কাজ। নচেৎ প্রতিটা ক্ষেত্রেই জরিমানা হিসাবে ধার্য করা হবে। এমনই একগুচ্ছ শর্ত চাপিয়ে তবেই কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনুমোদন করেছেন। সেই মতো রাজ্য সরকার কোমর বেঁধে নেমে পড়েছেন সময়ের মধ্যে সমস্ত ঘর প্রকৃত প্রাপকরা যাতে পায় তার জন্য । অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের লিস্ট দিয়ে বাড়ি বাড়ি তাদের শনাক্তকরণের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। এমনই সাঁকরাইল ব্লকে বিভিন্ন জায়গায় আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীরা নামের লিস্ট নিয়ে বাড়ি বাড়ি সার্ভে করার কাজ শুরু করেছে। সার্ভে করার মুহূর্তে দৃশ্য ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।
শুরু হয়ে গেল বাড়ি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য সার্ভের কাজ।।

Leave a Reply