দুবরাজপুর রেল স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

0
102

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর রেলস্টেশন পরিদর্শনে এলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরা। এদিন দুপুরে দুবরাজপুর রেলস্টেশনে নামেন তিনি। তারপর তিনি রেল স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার আসার আগে থেকে দুবরাজপুর রেলস্টেশন চত্বর, পুলিশ ক্যাম্প, রেল স্টেশনের বিশালাকার জায়গা ঝাঁ চকচকে করে রাখা হয়। দুবরাজপুর রেলস্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুশি জেনারেল ম্যানেজার অরুন অরোরা। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আসানসোল ডিভিসনের ডিআরএম প্রেমানন্দ শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দুবরাজপুর রেল স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন অরোরাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, আসানসোল ডিভিসনের DRUCC এর সদস্য তথা দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি প্রমুখ। তাছাড়াও এদিন দুবরাজপুর রেল স্টেশন পরিদর্শনে এসে শিশু উদ্যানের উদ্বোধন করেন অরুন অরোরা। এদিন জেনারেল ম্যানেজার স্টেশন পাড়ার কচিকাঁচাদের নিয়ে ফিতে কেটে উদ্বোধন করেন শিশু উদ্যানের। উল্লেখ্য, দুবরাজপুর রেল স্টেশনে বাচ্চাদের খেলার জন্য কোনো শিশু উদ্যান ছিল না। তাই শিশুদের মনোরঞ্জনের জন্য এবং তাদের মুখে হাসি ফোটাতে পূর্ব রেলের পক্ষ থেকে এই শিশু উদ্যান তৈরি করা হয়। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। সবশেষে স্টেশন চত্বরে নিজ হাতে বৃক্ষরোপণ করেন জেনারেল ম্যানেজার অরুন অরোরা,ডিআরএম প্রেমানন্দ শর্মা সহ আরও অনেকে। বিধায়ক অনুপ কুমার সাহা জানান, দুবরাজপুরবাসীদের বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে জেনারেল ম্যানেজারকে দিলাম। আমি আগেও বিভিন্ন বিষয়ে রেল মন্ত্রকে চিঠি দিয়েছিলাম। আশা করছি দ্রুত সমাধান হবে। অন্যদিকে আসানসোল ডিভিসনের DRUCC এর সদস্য মির্জা সৌকত আলী জানান, দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত তিন নম্বর প্লাটফর্ম থেকে যাওয়ার কাঁচা রাস্তা ঢালাই রাস্তা করা, ওভার ব্রিজের চাউনি করা, এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া, আলমবাবা মোড়ের কাছে ব্রিজের নীচে জল জমে যাওয়া প্রভৃতি বিষয়ে লিখিত ভাবে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here