জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি ভগৎ সিং কলোনিতে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস উদযাপন।

0
211

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ৬ই ডিসেম্বর জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি ভগৎ সিং কলোনিতে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস উদযাপন করা হয়। ভারতবর্ষের বহুত্ববাদী ঐতিহ্য রক্ষা , ভারতবর্ষে ধর্মীয় বিভেদের রাজনীতির বিরুদ্ধে সুস্থ সংকৃতির পক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যা এলাকার মানুষ ও কচি কাঁচাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে বার্তি মাত্রা যুক্ত করে। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক দীপঙ্কর রায়। সংগীত পরিবেশন করেন যথাক্রমে শ্রীপর্ণা দাসগুপ্ত,মিস্টু সরকার, নন্দিনী গোস্বামী,সাহিল ভূঁইয়া, আভাস গোস্বামী, গ্রন্থন সেনগুপ্ত প্রমুখ
আবৃতি পরিবেশনা করেন সোনালী সিং, অচিন্ত্য বিক্রম দে, সুকন্যা ভট্টাচাৰ্য, শিশু শিল্পী সায়ন্তিকা চন্দ প্রমুখ ১৯৯২ সালে বাবরী মসজিদের ভাঙার সেই কলংকিত দিন ও আজকে ভারতবর্ষে মানুষে মানুষে বিভেদের রাজনীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সমীক ভৌমিক, ছাত্রী মৌসুমী খান ছাত্র গ্রন্থ সেনগুপ্ত, অধ্যাপক পার্থ সারথি চক্রবর্তী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সৌভিক কুন্ডা ও সংগঠনের জেলা নেতৃত্ব সুশান্ত নিয়োগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here