নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বোমা উদ্ধার রাজনগর লাগুয়া আমবাগানে। আমবাগানের একটি আম গাছের তলায় পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকায় সন্দেহ হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালদার মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার ও মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে।বোম স্কোয়াড টিম এসে দুইটি পরিত্যাক্ত ব্যাগ থেকে আনুমানিক ৭ টি বোম উদ্ধার করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চল ও রাজনগর মাঠে এই বোমা পাওয়া গেছে। উল্লেখ্য নভেম্বর মাসে বোমে আহত হয়েছিল দুই শিশু। পাশাপাশি কয়েক মাস আগে গোপালপুর অঞ্চলে বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছিল প্রায় চারজন। ফলে রীতিমতো আতঙ্ক রয়েছেন আমবাগান এলাকার কামাত বাড়ি এলাকার লোকেরা।জানা গেছে যেখানে বোমা উদ্ধার হয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটা বাগান বাড়ি রয়েছে। পাশাপাশি ঘটনা স্টলে উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য দপ্তর। বোম স্কোয়াড টিম এসে বোম গুলিকে নিষ্ক্রিয় করে।
বোমা উদ্ধার রাজনগর লাগুয়া আমবাগানে।

Leave a Reply