নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পির বাবার স্মৃতিতে বৃহস্পতিবার থেকে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে শুরু হয়েছে সম্প্রীতির উরসমেলা।এই মেলা চলবে দুইদিন ধরে।স্থানীয় ছাড়াও বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।এই উরস উৎসবকে ঘিরে দুই দিন ধরে বসে কাওয়ালি র আসর এবং মাজারে চলে ফাতেহা ও জিয়ারত।ভক্তরা খুশি হয়ে অনেকেই মাজারে ছাগল ও মুরগি দান করে থাকেন।উরস কমিটির সভাপতি আব্দুল সালাম জানান,১৯৭২ সাল থেকে পির হজরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের স্মৃতিতে চলে আসা এই উরস এবার ৫০ তম বর্ষে পদার্পণ করেছে।উরস কমিটির সম্পাদক জহুরুল আলম বলেন,দীর্ঘ ৫০ বছর ধরে পীর হযরত সৈয়দ শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের স্মরণে উরস মেলা হয়ে আসছে।যেখানে পিরবাবার মাজার রয়েছে,সেখানে একসময় ছিল পুকুর এবং তার চারপাশে ছিল কলার বাগান ও জঙ্গলে পরিপূর্ণ।স্থানীয় বাসিন্দা তথা জমির মালিক জামালুদ্দিন নামে এক ব্যক্তি পুকুর ভরাট করে কাঁচাবাড়ি তৈরি করার চেষ্টা করলে সেই বাড়ি বারবার ভেঙে যায়।তাঁর প্রাথমিক ধারণা ছিল কেউ শত্রুতা করে রাতের অন্ধকারে বাড়ি ভেঙে ফেলছে।তারপর তাঁর সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা।পিরবাবা কখনো বাঘ,কখনো সাপ রুপ ধারণ করে স্বপ্নে তাঁর সামনে দেখা দিত।বিষয়টি তিনি গ্রামের লোকজনকে জানান।সেই সময় ভবানীপুর গ্রামে গরুর গাড়িতে চেপে আসতেন বিহার রাজ্যের কাটিহার জেলার রহমানপুরের তাকিয়া শরিফের খাজা ওয়াহিদ আসগর।তাকে সব ঘটনা শোনান জামালুদ্দিন।তাঁর পরামর্শেই জামালুদ্দিন এক শতক জমি দান করেন।সেই জমিতেই মাজার গড়ে তোলা হয়েছে।এই মাজার ঘিরেই উরস উৎসব পালন করে আসছেন গ্রামবাসীরা।
উরুস কমিটির কোষাধ্যক্ষ মহম্মদ শাহাজাহান জানান,একসময় পিরের খিদমত করতেন জামালুদ্দিন।তাঁর মৃত্যুর পর থেকে খিদমত করতেন শরিফুদ্দিন।তিনি আবার খাজা ওয়াহিদ আসগরের কাছে মুরিদ হন।তারপর খিদমত শুরু করেন আরিফুল রহমান।বর্তমানে মাজারের খিদমতে রয়েছেন দুই খাদিম মহম্মদ লতিফ ও মহম্মদ শাহজাহান।পিরবাবার যাঁরা খিদমত করতেন,সেই খাদেম তথা ভক্তদের বংশধররা আজও বংশ পরম্পরায় ভবানীপুর গ্রামে বসবাস করে আসছেন।পিরের খাদেম মহম্মদ লতিব জানান,২০১৮ থেকে পিরের মাজারে লঙ্গরখানা খোলা হয়েছে।প্রথম দিকে সপ্তাহের বৃহস্পতিবার পিরের উদ্দেশ্যে ফাতেহা করা হত।১৮ সপ্তাহ চলার পর স্বপ্নাদেশ পাওয়ার পর বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার ফাতেহা করা হয়।
পির বাবার স্মৃতিতে বৃহস্পতিবার থেকে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে শুরু হয়েছে সম্প্রীতির উরসমেলা।

Leave a Reply