জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কাজ পেয়েও ফুল ব্যবসায়ীদের এক ই দিনে একাধিক বিয়ের তারিখ পড়ায় বিপাকে ফুল ব্যবসায়ীরা ।এমনি করোনার পর ফুল ব্যবসায়ীরা বিক্রির অভাবে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।গত বছর করোনার লাঘুর জন্য তেমন ভাবে ব্যবসা করতে পারেনাই ফুল ব্যবসায়ীরা।এই বছর কিছু টা ব্যবসা ভালো হবার আশা থাকলেও এক ই তারিখে একাধিক বিয়ের তারিখ পড়েছে।তার মধ্যে বিয়ের তারিখ ও কম পড়েছে।এই সব কারণেই ফুল ব্যবসায়ীদের হাল বেহাল অবস্থায় পড়েছে।
একই সময়ে একাধিক বিয়ের তারিখ পড়ায় লসের মুখে ফুল ব্যবসায়ীরা।

Leave a Reply