প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ ব্যানার্জির পরিচালনায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি পাপ্পু যাদবের তত্ত্বাবধানে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প। মূলত যারা অর্থের জন্য চক্ষু পরীক্ষা করতে পারছেন না এছাড়া এলাকার মানুষ দের চক্ষু পরীক্ষা করার মাধ্যমে সচেতন কারোর লক্ষ্যে এই ক্যাম্প। নাজিরগঞ্জ থানার মধ্যেই এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এডিসিপি দুর্বার ব্যানার্জী , এসিপি আব্দুল মজিদ খান, সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, নজিরগঞ্জ থানার ভাপ্রাপ্ত অফিসার পাপ্পু যাদব, সহ পুলিশ আধিকারিক । ৫০ জন ব্যক্তির লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও তার বেশি মানুষ এই পরিষেবা গ্রহণ করবেন এমন আশা প্রকাশ করলেন এডিসিপি। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার প্রয়াসে এই চক্ষু শিবির ক্যাম্প এমনই অভিমত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের।
থানার হয়ে গেল বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প।

Leave a Reply