রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগ বিনা পয়সায় প্রাণী স্বাস্থ্য শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রিলায়েন্স ফাউন্ডেশন ও রানাঘাট ১ প্রাণী দপ্তরের সহযোগিতায় নদিয়া জেলার রানাঘাট এক নম্বর ব্লকের ভাদুড়ি গ্রাম অনুষ্ঠিত হলো বিনামূল্যে এক প্রাণী স্বাস্থ্য শিবিরএই শিবিরের উপস্থিত ছিলেন। রানাঘাট এক নম্বর ব্লকের ডাক্তারবাবু , প্রাণিমিত্র, প্রাণী বন্ধু ও প্রাণিসেবী এই শিবিরে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ও মহিষদের বিভিন্ন রকম ভ্যাকসিনেশন করা হয় এছাড়াও কৃমিনাশক ওষুধ ভিটামিন পাউডার ও হাঁস মুরগির জন্য টিকাকরণের ব্যবস্থা ছিল এই শিবিরে ছাগল এই ক্যাম্পে প্রাণী পালক চাষিরা এসে খুবই উপকৃত হন এবং বিনামূল্যে ঔষধ ও ভ্যাকসিন পেয়ে রানাঘাট ওয়ানের ভাদুড়ী গ্রামের মানুষজন খুবই উপকৃত হন এবং খুবই খুশি হন। রিলায়েন্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান যে তাদের প্রাণীদের এরকম ভ্যাকসিনেশন করানোর জন্য।

রিলায়েন্স ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয় এই ধরনের ক্যাম্প চাষীদের জন্য বিভিন্ন জায়গায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *