আবাস যোজনায় দুর্নীতি সহ ৭ দফা দাবিতে বামফ্রণ্টের ডেপুটেশন।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্যজুড়ে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে দুর্নীতি নিয়ে বিভিন্ন ব্লকে বাম সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। তাই আজ বীরভূম জেলার বামফ্রণ্টের দুবরাজপুর ব্লক কমিটির সারা ভারত কৃষকসভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে আবাস যোজনায় দুর্নীতি সহ ৭ দফা দাবিতে দুবরাজপুর ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন বামফ্রণ্টের কর্মীরা মিছিল দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে একটি মিছিল করে দুবরাজপুর শহর পরিক্রমা করে ব্লক পর্যন্ত যায়। এই মিছিলে হাজির ছিলেন প্রায় ৭০০ জন কর্মী সমর্থক। এদিন তাঁরা দুবরাজপুর ব্লকে ঘন্টাখানেক বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদকের হাতে ডেপুটেশন প্রদান করেন। এদিন উপস্থিত ছিলেন বামফ্রণ্টের জেলা কমিটির সদস্য শীতল বাউরী, সিপিআইএম নেতা সাধন ঘোষ, অরুন মিত্র, মণ্টু মাহাতা, দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগ্দী সহ আরও অনেকে। দুবরাজপুর ব্লক এলাকার যে সমস্ত মানুষজন আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়ার যোগ্য তাঁরা কিন্তু বাড়ি পাননি। তাই তাঁরা আমাদের ক্যামেরার সামনে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তাঁরা জানান, যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা দু’তিনটে করে বাড়ি পাচ্ছে। কিন্তু আমরা সিপিআইএম দল করি বলে আমাদের বিরুদ্ধে পুলিশ কেস দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। দুবরাজপুর ব্লক কৃষক কমিটির সম্পাদক ঘনশ্যাম ঘোষ জানান, আমরা আজ তিনটি সংগঠনের পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের দশটি পঞ্চায়েতের মানুষজনদের নিয়ে সাতদফা দাবিতে ডেপুটেশন জমা দিলাম। যাঁরা প্রকৃত বাড়ি প্রাপক তাঁদের বাড়ি দেওয়া হোক। আমরা দেখছি যাঁদের দু’তলা তিনতলা বাড়ি রয়েছে তাঁরা একটি গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিচ্ছে কিন্তু প্রকৃত গরিব মানুষ পাচ্ছে না। অবিলম্বে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *