সন্তোষী প্রতিমা নিরঞ্জন হল ডিজে বাজিয়ে শোভাযাত্রা সহকারে।

0
302

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সন্তোষী প্রতিমা নিরঞ্জন হল ডিজে বাজিয়ে শোভাযাত্রা সহকারে। এখন ডিজে বাজানো একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো অনুষ্ঠানে অনায়াসে ডিজে বাজানো হচ্ছে। উচ্চস্বরে গানের তালে তালে উদ্যাম নৃত্য করতে করতে সন্তোষী প্রতিমা নিরঞ্জন করতে চলেছে ভক্তগণ। ডিজে বাজানো নিষিদ্ধ তবুও সরকারি নিষেধাজ্ঞাকে বুড় আঙুল দেখিয়ে চলছে ডিজে বাজানো। কোন অনুষ্ঠানে বাদ যাচ্ছে না ডিজে বাজানো। সে বিয়ে বাড়ি হোক কিংবা কোন পার্টি হোক অথবা ধর্মীয় যে কোন অনুষ্ঠান। অনেকেরই মতামত সাধারণত বেশ কিছুদিন আগেই এসব দেখা যেত না এখন সবাই এই ডিজে বাজাচ্ছে। খোদ প্রশাসনের নাকের ডগায় নবী দিবসে ও ডিজে বাজিয়ে শোভাযাত্রা করতে দেখা গেল সেই রেওয়াজও দেখা গেল বিসর্জনে। বিসর্জনে ডিজে হবে না ভাবা যায় তাই হলো আজ। প্রশাসন কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে রইলেন। ডিজের গানে উদ্দাম নাচের সঙ্গে হল সন্তোষী প্রতিমার নিরঞ্জন এর শোভাযাত্রা সাঁকরাইলে। দেখে দেখতে মানিকপুর রায় পাড়ার সন্তোষী পূজা ৩২ বছরে পদার্পণ করল। ধীরে ধীরে শোভাযাত্রা সহকারে প্রতিমা গঙ্গার ঘাটে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হল। এমন দৃশ্য ধরা পড়ল আমাদের সব খবরের ক্যামেরায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here