কুমেদপুর তালগ্রাম হাটে অনুষ্ঠিত হলো সাদলিচক সুপার কাপ ফাইনাল খেলা।

0
208

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–কুমেদপুর তালগ্রাম হাটে অনুষ্ঠিত হলো সাদলিচক সুপার কাপ ফাইনাল খেলা। এই খেলায় এদিন মুখোমুখি হয় বিহার একাদশ এবং মুম্বাই ফুটবল দল। গত ১১ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ ছিল তার ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল ইসলাম, তৃণমূলের সাধারণ সম্পাদক আশরাফুল হক সহ আরো অনেকে।
এ দিনের খেলা প্রসঙ্গে মন্ত্রী তজমুল হোসেন জানান দীর্ঘ কয়েক বছর ধরে এই সুপার কাপ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও খেলার পাশাপাশি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম আয়োজন করা হয়েছে। দরিদ্রদের বস্ত্র বিতরণের মতো কর্মসূচি রাখা হয়েছে এই টুর্নামেন্টে।
এই টুর্নামেন্টের আয়োজক তথা তৃণমূল নেতা আশরাফুল হক জানান গত ১১ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ ফাইনাল খেলা। বিজয় দলকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার এবং রানার্স আপকে ৭০ হাজার টাকা নগদ পুরস্কার দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here