হাতির হামলা থেকে বাচতে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া দক্ষিন সাতকোদালি গ্রামে ১৯৭৯ সাল থেকে হাতি পুজা করেন গ্রামের বাসিন্দারা।

0
429

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক বিচিত্র কাহিনী। হাতির হামলা থেকে বাচতে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া দক্ষিন সাতকোদালি গ্রামে ১৯৭৯ সাল থেকে হাতি পুজা করেন গ্রামের বাসিন্দারা। স্থানিয়রা এই পুজাকে বুড়া বাবার পুজা বলেন। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের মঙ্গল বা শনিবার বিশেষ তিথিতে এই পুজা হয়।এই পুজাকে ঘিরে সাতকোদালি, বঞ্চুকামারি,ফসকার ডাঙ্গা, চাপাতলি সহ চার পাচ গ্রামের মানুষেরা ভির করেন। একদিনের এই পুজা উপলক্ষে পাত পেরে কয়েক গ্রামের মানুষেরা খিচুরি খান। গ্রামবাসিরা জানাচ্ছেন পৌষ মাসের এই সময় পাকা ধান ঘরে তোলেন। কিন্তু বনাঞ্চল থেকে হাতি বেড়িয়ে ফসলের ক্ষেত থেকে বাড়ি ঘর সব ধ্ব ংস করে। কিন্তু ১৯৭৯ সালে এই বুড়া বাবার পুজা শুরু হওয়ার পর এখানে হাতির হামলা অনেক কমে গেছে। পৌষ মাসের কৃষ্ণ পক্ষে এই পুজার পরের দিন থেকে আর এই গ্রাম মুখি হয় না হাতি। তাই ভক্তি ভরে এখানে গ্রামবাসিরা পুজা দেন। অনেকে অনেক মানতও করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here