কাঁচগেড়িয়া শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা, বিদ্যালয়ের কক্ষ ছেড়ে পঠন-পাঠন শুরু হয়েছে বারান্দায়।

0
371

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৭ নম্বর তেঘরী অঞ্চলের কাঁচগেড়িয়া শিশু শিক্ষা কেন্দ্রের দীর্ঘদিন ধরেই বেহাল দশা,দেওয়াল থেকে খসছে মাটির চাক, আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা,এই আতঙ্কের কারণে বিদ্যালয়ের কক্ষ ছেড়ে বারান্দায় পঠন পাঠন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এমনই চিত্র উঠে এলো, এই বিষয় নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও মেলেনি কোন সুরাহা, স্কুল কর্তৃপক্ষের বক্তব্য দীর্ঘদিন ধরেই এইরকম অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়,আর এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা,অন্যদিকে ছাত্র-ছাত্রীদের বক্তব্য তারা আতঙ্কের মধ্যে পঠন-পাঠন করছে, যদিও এই সম্বন্ধে অবশ্য পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণা সিংহ বলেন অতি শীঘ্রই আমরা এর সুরাহার ব্যবস্থার গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here