বাড়িতে না থাকাকালীন দুঃসাহসিক চুরি মাঠপাড়ায়।

0
140

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাড়িতে কেউ ছিলনা প্রায় এগারো দিন শিলিগুড়িতে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন বেড়াতে এই অবসরে বাড়ির দরজার তালা ভেঙে তিনটে ঘরের তালা ভেঙে তিন টে আলমারির লকার ভেঙে নগদ সহ সোনার গহনা নিয়ে চম্পট দেয় লুটেরা।ঘটনা টি ঘটে নদিয়া চাকদহ থানার মদনপুর এক নম্বর জিপির প্রিয় নগর মাঠপাড়া ভরত বিশ্বাসের বাড়িতে।পেশায় ভরতবাবু মাছ ব‍্যবসায়ী পাশাপাশি ঐ এলাকায় নিজস্ব মুদিখানা একটি দোকান আছে।ভরত বাবুর ছেলে ভোলানাথ বিশ্বাস ভারতীয় রেলে কর্মরত।গত দশদিন আগে ভরত বাবু মেয়ের বাড়ি শিলিগুড়িতে পুরো পরিবার নিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে তালা দিয়ে গিয়েছিলেন। এই অবসরে দূষ্কৃতিরা সর্বস‍্য লুট করে নেয় ঘরের তালা ভেঙে।সকাল বেলায় ঘরের তালা ভাঙা দেখে চাকদহ থানার অন্তর্গত মদনপুর ফাঁড়িতে ফোন করে। পাশাপাশি ভরতবাবু ও তার ছেলে কে ফোন মারফত বিস্তারিত জানায় চুরির ঘটনা এলাকার বাসিন্দারা। খবর পেয়ে মদনপুর ফাঁড়ি থেকে পুলিশ আসে তদন্ত করতে।এরি মধ‍্যে ভরতবাবুর ছেলে ও বৌমা বাড়িতে ফেরে। ফিরেই চাকদহ থানায় যায় অভিযোগ জানাতে।ভরতবাবুর বৌমা ঋিধিকা বিশ্বাস বলেন,পুরো তিন টে ঘরের দরজা ও আলমারি ভেঙেছে।ঘর লন্ডভন্ড করে নগদ ও সোনার গহনা যা ছিল সব নিয়ে গেছে।ভরতবাবুর ভাইয়ের স্ত্রী সীমা বিশ্বাস বলেন, আমার ভাসুরের বাড়ি।সকালে তালা ভাঙা দেখে ভাসুরপো ফোন করি।ফাঁড়িতে ফোন করি। ভাসুরপো চাকদহ থানায় গেছে লিখিত অভিযোগ জানাতে।গত জুন মাসৃদক্ষিণ চাঁদুড়িয়া মিতা বিশ্বাস মুখোপাধ‍্যায়,মধ‍্যচাঁদুড়িয়ার কমল হালদার এবং শিমুরালি ৪৭টি রেল গেট অটো স্ট‍্যান্ডের সামনে সুচিত্রা জুয়েলার্স এর চুরি হয়। ঐ দোকানের মালিক চাকদহ থানার পুলিশের কাছে সিসিটিভির ফুটেজ তুলে দেয়। লিখিত অভিযোগ দেয়।কিন্তু আজ পযর্ন্ত চাকদহ থানার পুলিশ এই সব চুরি কিনার করতে পারিনি তারপর আবার চুরি প্রিয়নগর মাঠ পাড়ায়।চাকদহ থানার পুলিশ কি আদৌ এই চুরির কিনারা করতে পারবে এই প্রশ্ন টা উঠে আসছে চাঁদুড়িয়ার বাসিন্দাদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here