বিজেপি বর্ধমান জেলা সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

0
283

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২২ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার উত্তর বিধানসভার কলিগ্রামে শুভেন্দুর সভা করার কথা ছিল কিন্তু সেই সভার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি। সেই মর্মে আজ সন্ধ্যায় বিজেপি বর্ধমান জেলা সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আপনারা জানেন আজকে পূর্ব বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ভয়মুক্ত পঞ্চায়েত ভোট করানোর লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির তরফে জনসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই জনসভার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি। বারবার ভারতীয় জনতা পার্টির জনসভা করতে দেয়া হচ্ছে না। যেখানে বিরোধী দলনেতা নিজে সভা করবেন সেখানেও এই পারমিশন দেয়া হয়নি।
গতকাল বুধবার শহর জুড়ে শুভেন্দু ব্যঙ্গ কার্টুনের পোস্টার পড়েছিল??
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বলেন, তৃণমূল কংগ্রেস শুধু বর্ধমান এ নয় গোটা রাজ্য ধরেই এরকম ব্যানার পোস্টার বানিয়েছে এবং কুড়ি হাজার টাকা খরচা করে এই পোস্টার বানিয়েছে
এই ব্যানার গুলো টাঙিয়েছে।
যে এই ব্যানার গুলো তৈরি করে তাকে কলকাতা ক্যামাস্ট্রিক পার্টি অফিস থেকে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হয় ।
বর্ধমানে যদিও ২২ ডিসেম্বর সভা বাতিল হলেও শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আগামী ৮ই জানুয়ারি বর্ধমানে গ্রামীণ অঞ্চলে এই জনসভা হবে।
জানুয়ারির দু তারিখে হাইকোর্টে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তবে শুভেন্দু কে আটকে লাভ নেই আগামীকাল দেখা হবে ভাইপো রেডি থেকো
এবং নানান ভাষায় কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here