সুদীপ সেন, বাঁকুড়া:- আজ ২৩শে ডিসেম্বর বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় বাঁকুড়া মিশন গার্লস প্রাইমারী স্কুলের উদ্যোগে পাঁচ দিন ব্যাপীঅনাবাসিক শারীর শিক্ষা শিক্ষণ শিবিরের পরিসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান,শিবির এ শিক্ষার্থীরা সমষ্টি ব্যায়াম ছাড়া ব্রতচারী যোগব্যায়াম কবাডি লোকনৃত্য ও জিমন্যাস্টিকস বিষয়ে ক্রীড়া অভিপ্রদর্শনী করে দেখায়। অনুষ্ঠানে জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বসুমিত্রা সিংহ, সংঘের কার্যকরী সভাপতি দীপক ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চ্যাটার্জী স্বাগত ভাষণ দেন। প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বলেন, এধরনের শিবিরের প্রয়োজনীয়তা এবং তিনি নিজে ছোট বেলায় এরকম শিবিরে অংশগ্রহণ করেছেন।
সংঘের সংগঠন সম্পাদক দেবাশীষ দত্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিশন গার্লস প্রাইমারী স্কুলের শিবিরের পরিসমাপ্তি।

Leave a Reply