দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের ৭ দিনের জন্য ঠিকানা এখন দুবরাজপুর থানা। তাঁর বিরুদ্ধে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল গত ১৯ ডিসেম্বর দুবরাজপুর থানায় অভিযোগ করেন। তাঁকে নাকি তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ডেকে তাঁকে চড় থাপ্পড় দেন এবং মারধর করেন। সেই অভিযোগের ভিত্তিতে ২০ ডিসেম্বর অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। দুবরাজপুর আদালতের বিচারক ৭ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। তাই ২৪ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে আনা হয়। চিকিৎসক জানিয়েছেন তিনি এখন সুস্থ রয়েছেন। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরনোর সময় সংবাদ মাধ্যমকে জানান, মোটামুটি আছি। কিন্তু গাড়ীতে চাপার সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।
স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে নতুন বছরের জন্য কেষ্টর বার্তা।

Leave a Reply