উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর কালসিয়াগঞ্জ এর 9 নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের বরুনা হাইস্কুল ময়দানে বরুনা জনকল্যাণ এন্ড লাইব্রেরী সংঘের পক্ষে দুই দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।বরুনা জনকল্যাণ এন্ড লাইব্রেরীর সংঘ প্রতিবছরই ফুটবল খেলার আয়োজন করে থাকে এ বছরও তারা খেলোয়ারদের জন্য আরো বড় ধরনের নকআউট ফুটবল খেলার আয়োজন করেছেন যার প্রথম পুরস্কার এক লক্ষ টাকা রানার্স এর জন্য আশি হাজার টাকা থাকছে। তাদের একটাই উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল থেকে দূরে রেখে মাঠমুখী যাতে করা যায় সেই কারণেই তারা প্রতিবছরেই খেলাধুলার আয়োজন করে থাকে। ছাত্র-ছাত্রীরা দিন প্রতিদিন যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কারণে অকারণে। ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী তে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো মেন্টের অসীম ঘোষ,জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা,বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার,দুলাল রায়,আব্দুল খাবির,পঞ্চায়েত সমিতির মেম্বার মণীন্দ্রনাথ রায়,
ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দেবশর্মা, ক্লাবের সদস্য অজয় বর্মন সহ অন্যান্যরা।
দুই দিন ব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট।

Leave a Reply