প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সাঁকরাইল থানার পুলিশের তৎপরতায় সাঁকরাইল স্টেশন এলাকা থেকে ভুয়ো আই পি এস অফিসার হিসেবে ধৃত এক ব্যক্তি। সূত্রের খবর ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে নানা মানুষকে চমকাচ্ছিল ওই ব্যক্তি, সেই খবর প্রশাসনের কাছে এলে সাঁকরাইল থানার প্রশাসন তৎপরতার সহিত সাঁকরাইল স্টেশন জায়গা থেকে একটি চারচাকা লাল গাড়িসহ ধাওয়া করে ধরে এই ভুয়ো আইপিএস ব্যক্তিকে। বহু মানুষের কাছ থেকে নানা রকম ভয় দেখিয়ে প্রতারণা করেছেন গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন পৌঁছালে ওই স্থান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু বেশি দূর আর যেতে পারেনি সাঁকরাইল পুলিশের হাতে গ্রেপ্তার হন। আজ হাওড়া আদালতে উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হল। থানা থেকে নিয়ে যাওয়া দৃশ্য ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।
সাঁকরাইল থানা তৎপরতায় ভুয়ো আইপিএস ধৃত।

Leave a Reply