আহত পরিযায়ী হাতির চিকিৎসায় বনদপ্তর।

0
176

আবদুল হাই, বাঁকুড়াঃ ‘আহত’ পরিযায়ী হাতির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করলো বনদপ্তর। সোমবার সকালে বনদপ্তরের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতোড় রেঞ্জের সামন্তমারা জঙ্গলে বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা ঐ ‘আহত’ হাতিটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এদিন ঐ হাতিটির চিকিৎসার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য বনপাল এস.কুণাল ভাইভাল।

বনদপ্তর সূত্রে খবর, গত দশ দিন আগে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে একটি হাতির দল বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করে। ঐ হাতির দলে থাকা একটি হাতি একদম পিছনে হাঁটছিল, বনদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নজরে বিষয়টি আসতেই তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন। পরে দেখা যায়, ঐ হাতির ডান দিকের পিছনের পায়ে আঘাত রয়েছে। পরে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পর এদিন ঘুম পাড়ানি গুলি করার পর ঐ ‘আহত’ হাতির চিকিৎসা করা হয়।

চিকিৎসার মূল দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পশু চিকিৎসক ডাঃ সঞ্জয় শীট বলেন, হাতিটির পায়ে আঘাত ছিল। এদিন প্রয়োজনীয় চিকিৎসা করা হলো। আশা করা যায় খুব দ্রুত হাতিটি সুস্থ হয়ে ওঠবে ও নিজের দলে মিশে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here