শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে।।।

0
327

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিশুর শরীরে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে। ১০ মাসের মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেয়া হয় ছয় মাসের এক শিশু শরীরে। শান্তিপুরের এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ঘটনা। ভুল তা স্বীকার করেছেন ওই চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ।ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায় করা হয় শান্তিপুর থানায়। উদ্বিগ্ন গোটা পরিবার।এই বিষয়ে ওই কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে আমরা দেখা করতে গেলে দেখা মিলল না ওই চিকিৎসকের।

শান্তিপুর পৌরসভা বাসন্তী তলা এলাকার বাসিন্দার কুন্তল রায়। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তিনি তার স্ত্রী সঙ্গে নিয়ে তার ছয় মাসের পুত্র কিশান্ত রায় এর ভ্যাকসিন নেয়ার জন্য যান শান্তিপুর মেডিকেল কেয়ার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসক ডাক্তার সুমন সরকার তাকে গত ২৫ তারিখের দুটি ভ্যাকসিন দেয় বলে জানা যায়। পরে সেই ভ্যাকসিন কার্ড তিনি দেখতে পান যে দুটি ভ্যাকসিন দেয়া হয়েছে তার মধ্যে একটি ভ্যাকসিন মেয়াদ 10 মাস আগেই উত্তীর্ণ হয়ে গেছে।তখন তারা প্রতিবাদ করলে ওই কর্তৃপক্ষ তখন ফ্রিজে থাকা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন সরিয়ে ফেলে বলে অভিযোগ। এরপর ওই পরিবার শিশুটিকে নিয়ে আতঙ্কে ও উদ্বেগের মধ্যে রয়েছেন। কত শিশুকে এই ধরনের ভ্যাকসিন দেয়া হয়েছে তার কোন তথ্য দেননি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here