সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ বাঁকুড়ার তালডাংরায়।

সুদীপ সেন, বাঁকুড়া:-  সারা রাজ্যের বিভিন্ন ব্লকে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সম্মেলন হওয়ার পরে জেলা ও রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেইমতো বাঁকুড়া জেলাতেও এই সম্মেলন ২৯ এবং ৩০ ই ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।

২৯ শে ডিসেম্বর বাঁকুড়ার তাল ডাংরায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্মেলনের সূচনা হলো।

এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপি আই এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অমিয় পাত্র, বীরেশ মন্ডল, সাগর বাদ্যকর, মনোরঞ্জন মন্ডল ও জেলার অন্যান্য নেতৃত্ব গণ।

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগা গোড়া তাঁর বক্তব্যে ক্ষেত মজুর, গরীব কৃষক, সাধারণ মানুষ যে সংকটে বর্তমানে অতি কষ্টে দিন যাপন করছেন তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিকে দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *